হেরেও মোহনবাগানকে সাথে নিয়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী

শেষ ম্যাচ জিতেও গোল গড়ে বাদ ইয়াং এলিফ্যান্টস

মোহনবাগানের কাছে হারার পরও মন খারাপ নয় চট্টগ্রাম আবাহনীর। কেননা তারা আগে থেকেই জানতো হারলেও গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যাবে তারা। অন্যদিকে জয় ছাড়া কোন পথ খোলা ছিল না কলকাতার ঐতিহ্যবাহী দল মোহনবাগানের সামনে জয় ছাড়া কোন পথ খোলা ছিল না। শেষ পর্যন্ত তাই হলো, মোহনবাগানের আগ্রাসী ফুটবলের সামনে চট্টগ্রাম আবাহনীর আয়েসি ফুটবলে মাঝখানে কপাল পুড়েছে টুর্নামেন্টের সবচেয়ে তরুণ দল ইয়াং এলিফ্যান্টসের। বিকেলের ম্যাচে তারা বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে বিদায় করেও গোল গড়ে পিছিয়ে থাকায় সেমির টিকিট পেল না।

ম্যাচের আগেই গ্রুপের অন্যদলগুলোর তুলনায় ৫ গোলে এগিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। হেরে গোল কমেছে একটি। অন্যদিকে মোহনবাগানের গোলব্যবধান দাঁড়িয়েছে ২। লাওসের ক্লাব ইয়ং এলিফ্যান্টসদের কোনো গোল ব্যবধানই ছিল না। তাই দারুণ খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে নান্দনিক ফুটবল খেলা তরুণ দলটিকে।

সেমিফাইনাল প্রায় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় আগের দুই ম্যাচের একাদশ থেকে ছয় খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে ডাগআউটের খেলোয়াড়দের দিয়ে মোহনবাগানের বিপক্ষে একাদশ সাজান চট্টগ্রাম কোচ মারুফুল হক। আগের দুই ম্যাচের সেরা খেলোয়াড় জামাল ভূঁইয়া, উইঙ্গার আরিফুল ইসলাম, চিনেদু ম্যাথিউরা এদিন খেলেননি একাদশে।

প্রায় পরিবর্তিত একাদশ দিয়ে প্রথমার্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি চট্টগ্রাম। বলের নিয়ন্ত্রণ বেশিরভাগটা সময় ছিল মোহনবাগানের দখলে। তবে স্বাগতিকদের ভাগ্য ভালো, এসময়টায় তেমন বিপদ ঘটাতে পারেনি মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের প্রথম আক্রমণের ফায়দাটা নিতে পারেনি স্বাগতিকরা। ৫২ মিনিটে মোহনবাগান ডি-বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন রতকোভিচ লুকা। তবে বল মেরেছেন গোলরক্ষকের গায়ে।

৬০ মিনিটে এসে ম্যাচের গোলহীন অবস্থা কাটান সুহাইর ভাদাকেপিদ্দিকা। চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের চমকে দিয়ে হঠাৎ এক শটে স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে ম্যাচের একমাত্র গোলটি তুলে নেন মোহনবাগান ফরোয়ার্ড।

৭০ মিনিটে দারুণ এক সম্মিলিত আক্রমণের ফল তুলতে পারেনি চট্টগ্রাম। বাঁপ্রান্ত দিয়ে মোহাম্মদ রকির বাড়ানো বলে বল পেয়েছিলেন দিদিয়ের চার্লস। চার্লস বল বাড়ান বদলী খেলোয়াড় ম্যাথিউর দিকে। ম্যাথিউ বল রাখতে না পেরে এগিয়ে দেন বদলি হিসেবে নামা অধিনায়ক জামালের দিকে। জামাল যেদিকে বল বাড়িয়ে দিলেন সেখান একজন খেলোয়াড় থাকলেই সমতায় ফিরতে পারতো চট্টগ্রাম।

৭৫ মিনিটেও এল গোলের সুযোগ। এবার তা কাজে লাগাতে পারলেন না সোহেল রানা। বল পায়ে থাকলেও শট নিতে গিয়ে পড়ে গেলেন মাটিতে। গোল আর পাওয়া হয়নি চট্টগ্রামের আকাশী-নীলদের।

তরুণ হাতির কাছে হেরে টিসি স্পোর্টসের বিদায়

পুরো টুর্নামেন্টে নান্দনিক ফুটবল খেলে সবার মন কেড়ে নেয় লাওসের ইয়াং এলিফ্যান্টস। শেষ ম্যাচে টিসি স্পোর্টসকে হারিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় মিলেনি সেমির টিকিট। ছবি: আজীম অনন।
পুরো টুর্নামেন্টে নান্দনিক ফুটবল খেলে সবার মন কেড়ে নেয় লাওসের ইয়াং এলিফ্যান্টস। শেষ ম্যাচে টিসি স্পোর্টসকে হারিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় মিলেনি সেমির টিকিট। ছবি: আজীম অনন।

তরুণ এক দল, নামও বয়সের সাথে মিল ইয়াং এলিফ্যান্টস। খেলোয়াড়দের গড় বয়স মাত্র ২২। টুর্নামেন্টে অংশ নেয়া একমাত্র দল যাদের দলে কোনো বিদেশি ফুটবলার নাই। সেই লাওসের তরুণ হাতিই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে সবার মন কেড়ে নিল।

এম এ আজিজ স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে ২-১ গোলে হারিয়েছে প্রথম ম্যাচে মোহনবাগানকে হারিয়ে চমক জাগানো এলিফ্যান্টসরা। এই হারে কোনো পয়েন্ট ছাড়াই আসর শেষ করল ২০১৭’র চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস।

শুক্রবার ম্যাচে ১৭ ও ৬০ মিনিটে এলিফ্যান্টসের দুই গোলই করেছেন অধিনায়ক বনফাচান বৌনকন। ৭৮ মিনিটে টিসির সান্ত্বনাসূচক গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ সামির।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!