হেফাজত নেতা মামুনুল হকের শাস্তির দাবিতে চট্টগ্রামে শ্রমিক লীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধীতাকারী হেফাজত নেতা মামুনুল হকের শাস্তির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় শ্রমিকলীগ মহানগরের নেতারা।

সোমবার (৩০ নভেম্বর) বিকাল চারটায় জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতিয়ার উদ্দীন খানের সভাপতিত্বে দারুল ফজল মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান, কালুরঘাট আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন, নাসিরাবাদ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী, ব্যাংক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সৈয়দুল আলম, পূবালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কফিল উদ্দীন চৌধুরী, বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, গার্মেন্টস শ্রমিক নেতা মো. মোরশেদ, সোহেল, চান্দগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি আজগর, সাধারণ সম্পাদক সালাউদ্দীন, চকবাজার থানা শ্রমিকলীগ সভাপতি দেবাশীষ চৌধুরী দেবু ও সাধারণ সম্পাদক বিপ্লব দে।
হেফাজত নেতা মামুনুল হকের শাস্তির দাবিতে চট্টগ্রামে শ্রমিক লীগের বিক্ষোভ 1
আরও বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি সিরাজুল ইসলাম, নাহিদুল ইসলাম জাবেদ, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি প্রবীণ কুমার ঘোষ, বন্দর শ্রমিক নেতা সাইফুল হাসান স্বপন, সাইফুল হাসান সরকার, শহীদুল আলম মিরাজ, ঘাট গুদাম শ্রমিক নেতা মঞ্জুর আলম, সদরঘাট থানা শ্রমিকলীগ সভাপতি নসু আলম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, বায়েজিদ থানা শ্রমিকলীগ সভাপতি দিদারুল আলম, ইয়াছিন চৌধুরী, মো. হাসান, মুরশেদ ভূঁইয়া, আকবর শাহ থানা শ্রমিক লীগের সভাপতি জমির উদ্দীন মাসুদ, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পাঁচলাইশ থানা শ্রমিকলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!