হুঁশিয়ারি/ ঝড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরে এক নম্বর সংকেত

ঝড়ো বাতাস হতে পারে—এমন আশঙ্কায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে নদীবন্দর অঞ্চলসমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (৩ জুন) রাত একটা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাষ কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সমুদ্রবন্দরের জন্য কোন সতর্ক সংকেত নেই। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!