হিজড়া-বেদে সম্প্রদায় পেল জেলা প্রশাসনের ত্রাণ

সামাজিক দূরত্ব বজায় রেখে হিজড়া ও বেদে সম্প্রদায়ের মধ্যে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেদে সম্প্রদায় আর ১১ টায় পাহাড়তলী ডায়মন্ড কমিউিনিটি সেন্টারে হিজড়া সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বেদে সম্প্রদায়ের ১৮১ টি পরিবারের মাঝে এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের ১৮৮ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণের প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল।

বেদে সম্প্রদায়ের মধ্যে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন।

হিজড়া-বেদে সম্প্রদায় পেল জেলা প্রশাসনের ত্রাণ 1

হিজড়া সম্প্রদায়ের মধ্যে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন। ত্রাণ বিতরণ সুশৃঙ্খল রাখতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেজর শাহেদ। এছাড়াও স্থানীয় সংসদের প্রতিনিধি, কাউন্সিলর সহ সিএমপি পুলিশ সদস্যরা ছিলেন।


এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!