হিউম্যান এইড পতেঙ্গার উদ্যোগে স্বাবলম্বী প্রকল্প অনুষ্ঠান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিউম্যান এইড পতেঙ্গার উদ্যোগে স্বাবলম্বী প্রকল্প অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গা বি কে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ মার্চ) বিকালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক বাবু।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টা মো. জাবেদ হোসেন।

হিউম্যান এইড পতেঙ্গার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা টিটু দেব, হাজী এরশাদ আলী ও মো. ইদ্রিস।

এতে আরও উপস্থিত ছিলেন জুনাইয়েদ হোসেন ইরাম, মো. মুক্তার, রবিউল হোসেন, ইয়াছিন আরাফাত, আরমান, নার্গিস আলম দিবা, দুর্জয়, আসিফ, রাকিব, জালাল, রিমন হিমেল, ইশতিয়াক, নূর উদ্দিন।

অনুষ্ঠানে অসহায় ও গরীব দুঃস্থদের মাঝে ২টি ভ্যান, ১টি রিকশা ও ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মানবিক কাজের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন সমাজে দৃষ্টান্ত হতে পারে।’

করোনাকালে এই সংগঠনের ভূমিকার কথাও তিনি স্মরণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!