হাসপাতাল পালানো সেই রোগীর খোঁজ মিলল পটিয়ায়

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই রোগীর খোঁজ মিলেছে পটিয়ায় তার গ্রামের বাড়িতে। পটিয়া থানার পুলিশ পটিয়ার মোজাফফরাবাদে গিয়ে তাকে শনাক্ত করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান ৫০ বছর বয়সী এক ব্যক্তি। রোববার (৫ মার্চ) সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

রাত ১২টায় পটিয়া থানার ওসি বলেন, ওই লোকের গ্রামের বাড়ি মোজাফফরাবাদ এলাকায়। পুলিশ গিয়ে তাকে শনাক্ত করে আপাতত তাকে বাড়িতে রাখার নির্দেশ দিয়েছে পরিবারকে। কাল চিকিৎসকের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হবে।

জানা গেছে, রোববার সকালে ওই ব্যক্তিকে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তিনি জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি করান। পরে করোনা সন্দেহে বিকেলে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডিতে পাঠানো হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!