হালিশহরে ফ্রি করোনা হাসপাতাল, পাশে দাঁড়ালো সিএমপি

করোনা রোগীদের চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হাসপাতাল তৈরির কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম নগরীর হালিশহর বি-ব্লক চৌধুরী পাড়ায় চালু হতে যাওয়া এই হাসপাতালটি পরিচালনায় সামগ্রিক নিরাপত্তার দেখভালসহ সংস্থাটিকে টেকনিক্যাল ও লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথাও জানিয়েছে সিএমপি। সিএমপির সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনও চট্টগ্রামে একটি হাসপাতাল তৈরির কাজ করছে।

হালিশহরে ফ্রি করোনা হাসপাতাল, পাশে দাঁড়ালো সিএমপি 1

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে আলোচনায় আসা সংগঠনটি করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে হালিশহরের বি-ব্লকে ৭০ শয্যার এই হাসপাতালটি প্রস্তুত করছে। প্রয়াত আইনজীবী সলিমুল হক খান মিল্কীর পরিবারের সদস্যদের দান করা একটি ভবনে গড়ে তোলা আল মাানহিল নার্চার জেনারেল হাসপাতালে ৭০ শয্যার প্রতিটিতেই রয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা। হাই ফ্লো ন্যাসাল ক্যানোলাও আছে। ১০টি আইসিইউ শয্যা তৈরির কাজ চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আবু বক্কর সিদ্দিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনায় মৃতদের দাফনের কাজ করছে। তাদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। আমাদের কমিশনার স্যারের প্রস্তাবে এবং সিএমপির সহযোগিতায় তারা একটি হাসপাতাল তৈরির কাজে হাত দেয়। হাসপাতালটি এখন প্রায় প্রস্তুত। তারা আমাদের জানিয়েছে, ১ অথবা ২ জুলাই থেকে তারা রোগী ভর্তি শুরু করবে। আমরা তাদের সামগ্রিক নিরাপত্তা, টেকনিক্যাল ও লজিস্টিক সাপোর্ট দিচ্ছি।’

আল মানাহিলের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবী সদস্যরা এতদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে করোনার উপসর্গ নিয়ে মৃত ও করোনায় মারা যাওয়াদের লাশ দাফন করে আসছে। আমরা এখন একটি হাসপাতাল চালু করতে যাচ্ছি। আপাতত আমরা শুধু কোভিড রোগীদের চিকিৎসা দেবো। এই কাজে আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি। সিএমপি আমাদের যথেষ্ট সহযোগিতা দিচ্ছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা নিয়ে যে দুর্ভোগ— আমাদের হাসপাতালের মাধ্যমে সেটা কিছুটা হলেও আমরা লাঘব করার চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘হাসপাতালে ছয়জন চিকিৎসক ছাড়াও পর্যাপ্ত সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের সুবিধাও থাকবে। চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!