হালিশহরের এক ঘরেই ৫ কেজি গাঁজা, সন্ধ্যা হলেই বসে আসর

চট্টগ্রাম নগরীর হালিশহরের মধ্যম রামপুর নয়াবাজার মসজিদ গলির একটি ঘরে দীর্ঘদিন ধরেই বসছিল মাদকসেবনের আসর। সন্ধ্যা নামার সাথে সাথে সেই বাড়িতে শুরু হয় চেনা-অচেনা লোকের আনাগোনা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মঈনুর রহমানের নেতৃত্বে নয়াবাজার মসজিদ গলির কাদের সাহেবের কলোনির ১ নম্বর ঘরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার হরা হয়।

এ সময় মাদক বিক্রেতা মো.আক্তার হোসেন প্রকাশ সলিমকে (৩৫) আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের লামার বাজার উত্তর চৌধুরী পাড়ার নবী হোসেন প্রকাশ নবী মাঝির ছেলে। বর্তমানে তিনি হালিশহর রামপুর নয়াবাজারের কাদের সাহেবের কলোনির ১ নম্বরে ঘরে ভাড়াটিয়া হিসেবে থাকেন।

জানা যায়, হালিশহর মধ্যম রামপুর নয়াবাজার এলাকার মসজিদ গলির কাদের সাহেবের কলোনিতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রিসহ মাদকের আসর বসানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ঘরের আলমিরায় থাকা তিনটি প্যাকেটে ৫ কেজি গাঁজা উদ্ধার করে।

জানা যায়, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী সলিম ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা এলাকার এক ব্যক্তির কাছ থেকে কম মূল্যে গাঁজা কিনে চট্টগ্রাম শহরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেন।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মঈনুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএন/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!