হালদা নদী থেকে ফের মৃত ডলফিন উদ্ধার

হালদা নদী থেকে ফের মৃত ডলফিন উদ্ধার 1নিজস্ব প্রতিবেদক : হালদা নদী থেকে দুই দিনের ব্যবধানে শুক্রবার আরও একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয়রা; মৃত ডলফিনটি ৭ ফুট দৈর্ঘ্য ও ওজন ৭০ থেকে ৮০ কেজি।

হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের কান্তার আলী চৌধুরীহাট সংলগ্ন হালদা নদীর বৈজ্জাখালী খালের মুখ থেকে এ ডলফিনটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার একই স্থান থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

হালদা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ড্রেজারের আঘাতে ডলফিলগুলো মারা যেতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল আলম বলেন, ডলফিন নদীতে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী মুঠোফোনে আমাকে জানান। মৃত ডলফিনটির দৈর্ঘ্য ও আকার আকৃতির কথা জেনে নিয়ে সেটি উদ্ধার করে মাটি চাপা দিয়ে রাখার পরামর্শ দিয়েছিলাম। কারণ বড় আকৃতির ডলফিন বিশ^বিদ্যালয় প্রাণী বিদ্যা বিভাগে ও হাটহাজারী কলেজে সংরক্ষণের ব্যবস্থা নেই। তাছাড়া বেশ কয়েক দিন আগে ডলফিনটি মারা যাওয়ায় তার গায়ে পচন ধরছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!