হালদা থেকে ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় হাটহাজারীর হালদা নদীর তীরবর্তী উত্তর মাদার্শা এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি বলেন, ‌‌‘সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে অবৈধ জাল মাছ ধরা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে জাল ব্যবহারের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করি।’

অভিযানের সময় উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর মাসুদ চৌধুরী দফাদার।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!