হালদায় ভাসছিল অজ্ঞাত বৃদ্ধার লাশ, শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ভাসমান এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে গড়দুয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তুলাতল স্লুইসগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক মোল্লা জাহাঙ্গীর।

স্থানীয়রা জানান, সকালে হালদা নদীতে জোয়ারের সময় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম বলেন, হালদা নদীতে লাশ ভাসার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!