হালদায় বালু খেকোদের উৎপাত, ইঞ্জিনচালিত দুই নৌকা ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ার মৌসুমেও থেমে নেই ইঞ্জিনচালিত নৌকায় বালু উত্তোলন। খবর পেয়ে অভিযান চালিয়ে ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করে হাটহাজারি উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, হালদা নদীতে ইঞ্জিনচালিত নৌকা চলাচল নিষিদ্ধ হলেও তা থেমে নেই। মা-মাছ যখন ডিম ছাড়ার জন্য হালদায় আসা শুরু করেছে তখন বালু খোকারা ইঞ্জিনচালিত নৌকায় বালু উত্তোলন করছে৷ খবর পেয়ে ইন্দিরা ঘাট ও পেশকার হাট এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছি।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!