হালদায় পুড়ানো হল ১২ ইঞ্জিনচালিত নৌকা

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় ১২টি ইঞ্জিনচালিত নৌকা পুড়িয়ে ধ্বংস করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

হালদা নদীর মা-মাছ ও জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় ইঞ্জিনচালিত নৌকা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুুইসগেট ঘাট এলাকায় বালু উত্তোলনে সময় ১২টা নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ও ইঞ্জিন ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত নৌকা, বালু উত্তোলনের সরঞ্জাম ও ঘেরা জাল জব্দ করে তা ধ্বংস করে আসছি। আজকের অভিযানে ১২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!