হালদায় উদ্ধার হল দশ কেজি ওজনের কাতলা

এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে দশ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।

রোববার ( ৭ জুলাই ) সকালে উত্তর মাদার্শার সৈয়দ আহমদ হাটের পূর্ব পাশে ফুলজানা বাপের ঘাট থেকে মাছটি উদ্ধার করা হয়।

সূত্র জানায়,হালদা নদীর উত্তর মাদার্শার সৈয়দ আহমদ হাটের পূর্ব ফুলজানা বাপের ঘাট এলাকায় মরা কাতলা মাছটি ভাসছিল। মাছটি ভাসতে দেখে স্থানীয়রা উপজেলা মৎস্য অফিসে খবর দেন। খবর পেয়ে উপজেলা মৎস্য ফিল্ড অফিসার মো. মনিরুল ইসলাম মনজু ঘটনাস্থলে গিয়ে মাছটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত মাছটির শরীরে ড্রেজারের আঘাতে আহত হবার চিহ্ন পাওয়া গেছে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!