হালদায় আবারও ভেসে উঠল ৮ কেজি ওজনের মৃগেল

হালদা নদীতে ভেসে উঠলো ৮ কেজি ওজনের মৃগেল প্রজাতির মা-মাছ। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে নদীর খলিফারঘোনা এলাকায় মাছটি ভেসে উঠে। মাছটি ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) হালদা প্রকল্পের কর্তাদের অবহিত করে। কার্পজাতীয় (মৃগেল) ওই মা-মাছটির ওজন প্রায় ৮ কেজি। দৈর্ঘ্য প্রায় ৩৩ ইঞ্চি।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, সকালে হালদা নদী থেকে একটি মৃত মৃগেল মাছ উদ্ধার করে এলাকাবাসী। মাছটির ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নদীতে তীর সংরক্ষণের কাজে ব্যবহৃত যান্ত্রিক যানের (ড্রেজার) পাখার আঘাতে মা-মাছটি মারা পড়েছে। পচে যাওয়ায় মাছটি ল্যাবে আনতে পারিনি।

এদিকে হালদার ভাঙন রোধে তীর সংরক্ষণ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত যান্ত্রিক যানের চলাচল প্রায় ৯০ ভাগ বন্ধ হয়েছে বলেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!