হালদায় অবৈধ জাল ও বালুর গাড়ি আটক

হাটহাজারীর হালদা নদীর সত্তারঘাট এলাকায় অবৈধ ঘেরাজাল ও বালুবাহী গাড়ি আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, হালদায় ঘেরাজাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার ও বালু উত্তোলনের খবর পেয়ে সকালে মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সত্তারঘাট এলকায় অভিযান চালিয়ে ১হাজার মিটার ঘেরাজাল জব্দ করা হয়। একই স্থানে অপর এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু বহনকারী একটি গাড়ি আটক করা হয়।

স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানতে পারেন তারা এ বিষয়ে কিছু জানেনা। পরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালু বহনকারী একটি চাঁদের গাড়ি আটক করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!