হারিয়ে যওয়া ঢেঁকির দেখা মিলল পাহাড়ে

বান্দরবান জেলায় প্রায় কয়েক যুগ আগে থেকে হারিয়ে যাওয়া ঢেঁকির দেখা মিলেছে পাহাড়ে। দূর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত ও দুপুর থেকে রাত পর্যন্ত নারীরা ধান ভানত এই ঢেঁকিতেই। কিন্তু কালের পরিক্রমায় গ্রাম বাংলার ঐতিহ্য এ ঢেঁকি হারিয়ে গেছে গ্রামগঞ্জ থেকে। ফলে ঢেঁকির দেখা ও শব্দ শুনা যায়না পাহাড়ে।

এক সময় পাহাড়ের গ্রামাঞ্চলে ধান ভানার কাজে একমাত্র যন্ত্রই ছিল ঢেঁকি । কিন্তু এখন সে ঢেঁকি শিল্প হারিয়ে গেছে। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে গিয়ে হঠাৎ দেখা মিলেছে সেই গৃহস্থালির কাজে ব্যবহৃত ঢেঁকি।

রোয়াংছড়ি-বান্দরবান প্রধান সড়কের পার্শ্বে শামুক ঝিড়ি পাড়ায় এখনো দেখা যায় এ ঢেঁকি। পাড়ায় ধান ভানার আধুনিক কোন মেশিন না থাকায় এই ঢেঁকি ব্যবহার করছে। এই পাড়ায় ২৫ টি পরিবার একটি মাত্র ঢেঁকি দিয়ে তাদের ধান ভানার ও চাউলের গুড়া করা থেকে প্রয়েজনীয় কাজ সেরে নিচ্ছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!