হাম-রুবেলার টিকা দেওয়া হবে ২৯ ফেব্রুয়ারি থেকে

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ দেশব্যাপী পরিচালিত হবে হাম-রুবেলা ক্যাম্পেইন। এ সময় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। যেসব শিশু ইতোমধ্যে হাম-রুবেলার টিকা নিয়েছে তাদেরও পুনরায় এ টিকা নিতে হবে। সম্পূর্ণ সরকারি খরচে এ টিকা প্রদান করা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পিআইডির সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের জন্য এ অঞ্চলের জেলা ও উপজেলা তথ্য অফিসার, নাট্যজন, থিয়েটার কর্মী এবং সংস্কৃতিসেবীদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর ইউনিসেফের সিফোরডি খাতের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুন্সী জালাল উদ্দিন কর্মশালা উদ্বোধন করেন। এ সময় পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী, ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভলপমেন্ট স্পেশালিস্ট শেখ মাসুদুর রহমান, ইউনিসেফ চট্টগ্রাম প্রধান গীতা দাস ও জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপ-পরিচালক মো. সাঈদ হাসান উপস্থিত ছিলেন।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!