হাতেনাতে ধরা অবৈধ জাহাজ কাটা চক্র, শুনানিতে তলব

চট্টগ্রামের পতেঙ্গা চরপাড়া ও মুসলিমাবাদ সাগরপাড় এলাকায় সাগরে ডুবে যাওয়া জাহাজ ও ভল্টগেট মেরামত করছে একটি চক্র। পরিবেশ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে জাহাজ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে প্রতিমাসে ৩-৪টি জাহাজ কাটা ও মেরামতের কাজ করা হচ্ছে সেখানে। অভিযানে গিয়ে মো. জিল্লুর রহমান নামে এক ব্যবসায়ীকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

রোববার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে মুসলিমাবাদ সাগরপাড় এলাকায় এ নোটিশ দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক মিয়া মাহমুদুল হক। ১ ফেব্রয়ারি অভিযুক্ত ব্যবসায়ীকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

অভিযুক্ত ব্যবসায়ী হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার রেহানিয়া গ্রামের আবুল বশরের পুত্র মো. জিল্লুর রহমান।

মিয়া মাহমুদুল হক বলেন, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পতেঙ্গা মুসলিমবাদ এলাকায় অভিযান পরিচালনা করে জিল্লুর রহমান নামে এক ব্যবসায়ীকে পরিবেশ আইন অমান্য করে জাহাজ কাটার ও মেরামত করার দায়ে নোটিশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আগামীকাল অভিযুক্তকে শুনানিতে হাজির হতে বলা হয়। সেখানে জরিমানা করা হবে।’

মুআ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!