হাতির রোষানলে লণ্ডভণ্ড একই বাড়ি, আক্রমণ হচ্ছে একের পর এক

১৫ দিনের ব্যবধানে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের চূড়ামনি গ্রামের একই ঘরে দুইবার আক্রমণ চালিয়েছে একই বন্যহাতি। এসময় ঘরের লাশের ফসলি জমিও নষ্ট হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে একটি বন্য হাতি এসে এওচিয়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের বাড়িতে হানা দেয়।

প্রত্যক্ষদর্শী মো. হারুণর-রশীদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হাতিটি বারবার এখানে এসে আক্রমণ চালাচ্ছে। ১৫ দিন আগেও একবার এসে শাহজাহানের ঘর ও দেয়াল ভেঙ্গে গেছে। তারা আবার দেয়াল তৈরি করেছে। গত রাতে ওই দেয়ালও একই হাতি এসে ভেঙ্গে দিল। ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। সর্বশেষ বাজালিয়া ইউনিয়নে বন্যহাতির আক্রমন করেছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্থরা যদি প্রতিকার চেয়ে আবেদন করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা করবো।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!