হাতির আক্রমণে কৃষকের মৃত্যু চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাবিন্দ্র বড়ুয়া নামের ৬৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় হারবাং ইউনিয়নের আরিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জাবিন্দ্র বড়ুয়া হারবাংয়ের পহরচাঁদা এলাকার বড়ুয়া পাড়ার গুরাধন বড়ুয়ার ছেলে।

নিহতের আত্মীয় শংকর বড়ুয়া বলেন, ‘রাতে জাবিন্দ্র বড়ুয়া পাহাড়ি এলাকার আলিঘোনায় ধানক্ষেত পাহারা দিতে যায়। ভোরে ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি দলছুট বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমণ করে। এতে তার নাখ-মুখ দিয়ে রক্ত এসে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান। তিনি বলেন, ‘ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!