হাতিয়ায় জাহাজ থেকে ছিটকে পড়লো পণ্যবাহী ৪৩ কন্টেইনার

চট্টগ্রাম বন্দর থেকে ৮৬ কন্টেইনার নিয়ে ঢাকার পানগাঁও টার্মিনালে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়েছে কেএসএল গ্ল্যাডিয়েটর নামে একটি কনটেইনারবাহী জাহাজ। জাহাজটি বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেল অতিক্রম করার সময় পণ্যবাহী ৪৩টি কন্টেইনার ছিটকে সাগরে পড়ে যায়। রোববার (৩০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। পড়ে যাওয়া ওই কন্টেইনাগুলোতে কি পণ্য ছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, শনিবার মধ্যরাতে পণ্য খালাসের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর থেকে ৮৬টি কন্টেনইার নিয়ে ঢাকার আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) পানগাঁও টার্মিনালের দিকে যাত্রা শুরু করে। জাহাজটি হাতিয়া চ্যানেলের ভাসানচর এলাকায় ঝড়ের কবলে পড়লে দুলতে থাকে। একপর্যায়ে কন্টেইনার আটকানো লোহা ছিড়ে ৪৩টি কন্টেইনার সাগরে পড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ভাসানচরে অনেকগুলো কনটেইনার ভাসতে দেখা যাচ্ছে। জাহাজের কর্তৃপক্ষকে বলা হয়েছে এসব কন্টেইনারের দিকে নজর রাখতে। দুর্ঘটনার পর ওই চ্যানেলে অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

মোহাম্মদ সেলিম আরও বলেন, কেএসএল গ্ল্যাডিয়েটর জাহাজটির কোনো ক্ষতি হয়নি। বর্তমানে হাতিয়ায় নোঙর করে আছে। ওই জাহাজের কর্তৃপক্ষের নির্দেশনা পেলে হয়তো গন্তব্যে যাত্রা করবে। ভেসে যাওয়া কন্টেইনাগুলো কোথায় আছে সেগুলো মার্কিং করা হবে। এরপর পণ্য মলিকদের সিন্ধান্তের উপর নির্ভর করবে সেগুলোর উদ্ধার প্রক্রিয়া। তবে ভেসে যাওয়া কন্টেইনারে কি পণ্য ছিলো সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এসসি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!