হাটহাজারীর ৮৩ স্কুলে প্রশাসনের গ্রিন ৫০ কর্মসূচি

হাটহাজারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সকল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রিন ৫০ কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২১ জুলাই) সকাল সাড়ে দশটায় ৮৩ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কমপক্ষে ৫০ গাছের চারা রোপণ করা হয়েছে।

গ্রিন ৫০ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মিটিংসহ নিয়মিত তদারকি করেন।

স্কুলগুলোতে আম, কামরাঙা, চালতা, নিম, জাম, কড়ই, সফেদাসহ প্রায় ১৪ প্রজাতির ফলদ গাছ বিতরণ করা হয়।

রুহুল আমিন বলেন, ‘জলবায়ুর পরিবর্তন ও অবাধে বন উজাড়ের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই প্রকৃতিকে বাচাঁতে সবাইকে এগিয়ে আসতে হবে। গাছগুলো একদিকে যেমন অক্সিজেন দেবে তেমনি ফলের চাহিদাও মেটাবে।’

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!