হাটহাজারীর নিম্মাঞ্চল প্লাবিত

হাটহাজারীর নিম্মাঞ্চল প্লাবিত 1হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে গত দুই দিনের টানা বর্ষণে ও পাহাড়ী ঢলের তীব্র স্রোতে বিভিন্ন এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। বন্যার ফলে পানি বন্ধি হয়ে আছে প্রায় সহাস্রাধীক পরিারের মানুষ। যাতায়াতের সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনে হাট-বাজারে আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে বলা যায়। বন্যার কারনে নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে রাস্তাঘাটের। প্রবল বর্ষণে বিভিন্ন স্থানে মহা সড়কের উপর দিয়ে পানির ¯্রােত যেতে দেখা গেছে। চরম দূর্ভোগ পোহাচ্ছে পানি বন্ধি পরিবারগুলো। তবে কিছু কিছু স্থানে নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা গেছে বন্যাকবলিত এসব এলাকার মানুষদের। পুকুরে চাষ করা লক্ষ লক্ষ টাকার মাছ পানির সাথে ভেঁসে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে পাহাড়ী ঢলের চাপে হালদার পাড় ভেঙে বিভিন্ন এলাকার আমন ধানের বিজ রূপণ করা জমি সহ অন্যান্য ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছে এসব এলাকার কৃষক পরিবারগুলো।

সরেজমিনে পরিদর্শন করে ও স্থানীয় বাসিন্ধাদের মাধ্যমে জানা যায়,হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ,ধলই,কাজী পাড়া,হাধুরখীল,পেশকার হাট,মির্জাপুর ইউনিয়ন এলাকার চারিয়া,কাজীপাড়া,ইছাপুর,মোজাফফর পুর,রহিমপুর,জাফারাবাদ,পাহাড়ী ঢলের তীব্র স্রোতে পৌর এলাকার মুন্দরি ছড়ার পাড় ভেঙ্গে আদর্শ গ্রাম,আলমপুর,খীল পাড়া,চন্দ্রপুর,মিরের হাট,মীরের খীল এবং উত্তর মাদার্শা,দক্ষিণ মাদার্শা,শিকারপুর,বুড়িশ্চর প্রভৃতি এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। হালদার ভাঙ্গনে গুমানমর্দ্দন,লাঙ্গলমোড়া,পৌর এলাকার মুহাম্মদপুর,মেখলের কিছু অংশ, ছিপাতলী,বোয়ালীয়ার কুল,গড়দুয়ারা ইউনিয়ন এলাকার রাস্তাঘাট পানির নিচে প্রায় তলিয়ে গেছে। হালদা নদীর জোয়ারের তীব্র স্রোতে কিছু কিছু এলাকার বাড়ীর আঙ্গীনায় পানি ঢুকে পড়েছে। দু দিনের টানা বৃষ্টিতে নিম্মাঞ্চলের বিদ্যালয় গুলোতে পানি ঢুকে পড়ায় পড়া-লেখারও মারাতœক ক্ষতি হচ্ছে।
গড়দুয়ারা ৯নং ইউনিয়নের ইউপি মহিলা সদস্যা জান্নাতুন নাঈম বলেন, ”আমার ৫নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ এখন পানি বন্ধী হয়ে পড়েছেন। আমার ঘরেও বন্যার পানি ঢুকে পড়ায় রান্না করতে হিমশিম পোহাতে হচ্ছে, ঘরের সামনেই জাল দিয়ে মানুষ মাছ ধরছে ”।
হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য বশির আহমদ ও গড়দুয়ারা ইউনিয়নের ইউপি সদস্য ফোরকান আহমদ জানান, প্রবল বর্ষণে হাটহাজারীর নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায়,সহাস্রাধীক পরিবার পানি বন্ধী হয়ে পড়েছেন। অন্যদিকে পাহাড়ী ঢলের তীব্র স্রোতে খালের পাড় ভেঙ্গে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। হালদার ভাঙনে ও জোয়ারের তীব্র স্রোতে গ্রামের লোকালয় সহ বাড়ীর আঙীনায় পানি ঢুকে পড়ায় চরম দূর্ভোগে পড়েছেন সহাস্রাধীক পরিবারের মানুষ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!