হাটহাজারীর ত্রিপুরা পল্লীর ১৫ পরিবারকে সরিয়ে দিল প্রশাসন

হাটহাজারী উপজেলার ত্রিপুরা পল্লীর ১৫ পরিবারকে নিরাপদে সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ জুলাই) সকালে কাটিরহাট এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকরী এ ১৫ পরিবারকে সরিয়ে দেওয়া হয়। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এসব পরিবারকে ত্রিপুরা পল্লী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও মো. ইদ্রিস মিয়া তালুকদার ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন বলেন, মনাই ত্রিপুরা পল্লীতে বসবাসকারী ৫৫ পরিবারের মধ্যে আমরা ঝুঁকিতে থাকা ১৫ পরিবারকে নিরাপদে সরিয়ে ত্রাণের ব্যবস্থা করেছি।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!