হাটহাজারীতে ৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার ধ্বংস

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা তীরবর্তী এলাকা লাঙ্গলমোড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে প্রশাসন। একইসঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের যন্ত্রপাতি জব্দ করে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর নাগাদ এ অভিযান চালানো হয়।

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত স্থাপনা ভেঙে দেওয়া হয়। এছাড়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন মেশিনারিজ পুড়িয়ে দেওয়া হয়।
Hathazari-Sand
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, হাটহাজারী থানার এএসআই নুরুল আমিনসহ স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে লাঙ্গলমোড়া এলাকায় বালু উত্তোলন করে আসছিল। বৃহস্পতিবার উক্ত স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এসময়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের যন্ত্রপাতি জব্দ করে ধ্বংস করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। হালদা রক্ষায় উপজেলা প্রশাসন কাউকেই ছাড় দিবে না। আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করবো।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!