হাটহাজারীতে হাতি দিয়ে চাঁদাবাজি : আটক ২

হাটহাজারীতে হাতি দিয়ে চাঁদাবাজি : আটক ২ 1চৌধুরী মোহাম্মদ মাহবুবুল আলমঃ হাটহাজারীতে হাতি দিয়ে চাঁদাবাজির অপরাধে সাদ্দাম (২৮) ও রাজ্জাক (১৮) নামের ২ যুবককে আটক করেছে পুলিশ । ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে হাটহাজারী মাদ্রাসার নিকটস্থ নূর মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয় । পরে হাতি দিয়ে অঅর চাঁদাবাজি করবেনা মর্মে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। সূত্র জানায়, সকাল থেকে পার্বত্য জেলা খাগরাছড়ি থেকে আনা দুটি হাতি চাদাঁবাজি করছিল আটককৃতরা । তারা উপজেলার চারিয়া, পৌর এলাকার মুন্সীর মসজিদ হয়ে হাতি দিয়ে সড়কে গাড়ি থামিয়ে , দোকান, ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল । এর ফলে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিষয়টি অবিহিত হয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম থানার পুলিশকে তাদেরকে আটক করার নির্দেশ। এস আই নুরুজ্জামানের সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে আসেন। উল্লেখ্য যে, হাতি দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা হলেও এই প্রথম তাদের আটক করা হয়। স্থানীয় জনগণ পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, হাতি দিয়ে চাঁদা আদায়ের অপরাধে হাতিসহ দুজনকে আটক করি। পরবর্তীতে চাঁদাবাজি করবেনা মর্মে মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!