হাটহাজারীতে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলছাত্রী তুহিন ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার অপর দুই আসামি মুন্নার বাবা শাহজাহান সিরাজ ও মা নিগার সুলতানার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।

বুধবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিমুল্লাহ চৌধুরী এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তাছনিম সুলতানা তুহিনকে (১৩) অপহরণের পর ধর্ষণ করে শাহনেওয়াজ সিরাজ মুন্না (২৫) । পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মুন্না তার বাবা-মায়ের সহযোগিতায় তুহিনের লাশ প্লাস্টিকের বস্তায় ভরে ঘরের সোফার নিচে লুকিয়ে রাখে।

বিষয়টি জানাজানি হলে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পালানোর সময় পুলিশের হাতে মুন্না ধরা পড়ে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে মুন্নার বাবা শাহজাহান সিরাজ ও মা নিগার সুলতানা ঘর থেকে পালিয়ে যান।

নিহতের ভাই আকিব জাবেদ পরেরদিন শাহনেওয়াজ সিরাজ মুন্নাকে প্রধান এবং তার বাবা শাহজাহান সিরাজ ও মা নিগার সুলতানাকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার চার্জশিট জমা পড়লে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের জন্য গেজেট করা হয়। বাদিপক্ষ আইন মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তর হয়। পরে চার্জ গঠন করে বিচার শুরু হলে সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার মামলার রায় ঘোষণা করা হয়।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন জানান, আমরা রায়ে কিছুটা সন্তুষ্ট। কারণ প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্নাকে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে মামলার অপর দুই আসামি শাহনেওয়াজ সিরাজ ও নিগার সুলতানাকে খালাস দেওয়ায় তাদের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!