হাটহাজারীতে রাস্তা থেকে নির্মাণসামগ্রী সরিয়ে দিল প্রশাসন

চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তার উপর থেকে নির্মাণসামগ্রী সরিয়ে দিল উপজেলা প্রশাসন। হাটহাজারী বাসস্ট্যান্ডে গতকাল মঙ্গলবার দখলমুক্ত করা রাস্তার উপর বুধবার (১৭ জুলাই) ভবন নির্মাণের সিমেন্ট মেশানোর কাজ করছিল মালিক। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে নির্মাণসামগ্রী সরিয়ে দেয়।

ইউএনও রুহুল আমিন বলেন, মঙ্গলবার রাস্তার উপর গড়ে উঠা ১২টি দোকান উচ্ছেদ করি। উচ্ছেদের একদিন পর সেখানে রাস্তা দখল করে একটি ভবনের ছাদ ঢালাইয়ের জন্য মিসেন্ট মেশানোর কাজ করছিল কয়েকজন শ্রমিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে নির্মাণকাজের মালামাল তাৎক্ষণিক সরিয়ে দিই। ওই ভবনের মালিককে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করে দিই।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!