হাটহাজারীতে মুক্তিযোদ্ধার কবর সংস্কারের উদ্যোগ

হাটহাজারী নাজিরহাট মন্দাকিনী এলাকায় দুই মুক্তিযোদ্ধার কবর সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

মুক্তিযুদ্ধের সময় গেরিলা যুদ্ধে শহীদ হন হাটহাজারীর ফরহাদাবাদ, মুসাবিয়া ও মন্দাকিনী এলাকার নুরুল আবসার ও মজিবুর রহমান। ওই সময়ে তাদের নাজিরহাট বাস স্টেশনের দক্ষিণে নাজিরহাট সড়কের পূর্ব পাশে কবর দেওয়া হয়।

স্বাধীনতার পর তাঁদের কবর সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এই কবর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, মহান মুক্তিযুদ্ধে শহীদের কবর সংস্কারে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি তা কয়েকদিনে সম্পন্ন হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো নুরুল আলম জানান, মহান মুক্তিযুদ্ধে শহীদদের কবর সংস্কারের উদ্যোগ নিয়ে উপজেলা প্রশাসন প্রশংসনীয় কাজ করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!