হাটহাজারীতে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরুর মাংস জব্দ

হাটহাজারী উপজেলার কাঁচাবাজারে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরুর ৪২ কেজি মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এসব মাংস জব্দ করেন।

জানা যায়, উপজেলার মিরের হাটের এক মহিলার গরুকে কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গরুটি মারা যাচ্ছিল। সেটি প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে গেলে তারা জানিয়ে দেন গরুটি বাঁচিয়ে রাখা সম্ভব নয়। পরবর্তীতে মাংস বিক্রেতা হাচি মিয়া মৃতপ্রায় গরুটি ১২ হাজার টাকায় কিনে নেয় এবং জবেহ করে কাঁচাবাজারে বিক্রি শুরু করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালালে মাংস বিক্রেতা হাচি মিয়া পালিয়ে যান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!