হাটহাজারীতে ছেলেধরা গুজবে এক যুবককে গণপিটুনি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চন্দ্রপুর এলাকায় ছেলেধরা সন্দেহে মো. মোমিন নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে। পরে মামলার ভয়ে তাকে মোবাইল চুরির ঘটনায় জনতা পিটুনি দিয়েছে বলে প্রচারও করে স্থানীয়রা।

শুক্রবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে মাটিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এসময় তাকে আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতে ১২টার দিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

গণপিটুনির শিকার মোমিন হাটহাজারী পৌর এলাকার উত্তর মিলের খিলপাড়ার খন্দকার আবদুস শুক্করের পুত্র।

এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল করিম বলেন, গত রাত ১১টার দিকে উপজেলার মাটিয়া মসজিদের পাশে ছেলেধরা সন্দেহে মোমিন নামে নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কাউকে এখনও আটক করা হয়নি। গণপিটুনির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আজাদ/এমএএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!