হাটহাজারীতে কাঠ জব্দ, শেরে বাংলা ইটভাটাকে জরিমানা

হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ ও একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ ও একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ ও একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ এপ্রিল) ১১ মাইল এলাকায় ইটভাটা থেকে কাঠগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকায় বনবিভাগের রিজার্ভ ফরেস্টের পাশে মেসার্স শেরে বাংলা ইটভাটায় অভিযান চালিয়ে ৫ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। ইটভাটাটিতে জ্বালানি হিসেবে ৮০ ভাগ কাঠ পোড়ানো হচ্ছিল।

উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ ধারা-৬ অনুযায়ী ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!