হাটহাজারীতে কর্নফ্লাওয়ারের কৌটায় মিলল রঙ, সোডা ও এমোনিয়া

হাটহাজারী পৌর এলাকার বিভিন্ন হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এবার কর্নফ্লাওয়ারের কৌটায় মিলল রঙ, সোডা ও এমোনিয়ার মত মানবদেহের ক্ষতিকারক উপাদান।
এ সময় এক হোটেলের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ মে) বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইউএনও রুহুল আমীন উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তি ও হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে বাজার মনিটরিং এর জন্য বের হয়। এ সময় পৌরসভার হাটহাজারী বাজারস্থ চৌধুরী হোটেলে প্রবেশ করা মাত্রই কর্মচারীরা তাড়াহুডা করে কিছু জিনিসপত্র বাইরে ডাস্টবিন এ ফেলে দেন। ডাস্টবিন থেকে সেগুলো সংগ্রহ করলে দেখা যায়, সেখানে এমোনিয়া, সোডা, লাল রঙ এবং পোড়া তেল ছিলো।

ঘটনার সত্যতা সর্ম্পকে জানতে চাইলে ইউএনও রুহুল আমীন বলেন, গতকাল শুক্রবার ব্যবসায়ীদেরকে ইফতার সামগ্রীতে রঙ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিলাম। অথচ প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নতুন কায়দা প্রযোগ করছেন। ওই হোটেলের কর্মচারীরা মালিকের পরামর্শে কর্নফ্লাওয়ারের কৌটায় ক্ষতিকর এমোনিয়া, সোডা, লাল রঙ ভরে সেগুলো ইফতারি তৈরিতে ব্যবহার করছিলেন। এ অপরাধে হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!