হাটহাজারীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু

এক হাজার লিটার নকল বাঘাবাড়ি ঘি জব্দ

আসন্ন রমজানকে সামনে রখে হাটাহাজারী বাজার মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক হাজার লিটার নকল বাঘাবাড়ি ঘি জব্দ এবং তিন দোকানদারকে জরিমানা করা হয়।

উপজেলা পৌরসভার আল করিম কাঁচাবাজার ও কাচারি রোড বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজার লিটার নকল বাঘাবাড়ি ঘি জব্দ করা হয়। আল করিম কাঁচা বাজারে আল ইনসাফ স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আল ইনসাফ স্টোরের মালিক আজগর আলীকে চারবার সতর্ক করা হয়েছিল। কাচারি রোডের জবল স্টোরকে ২০ হাজার টাকা, হাফেজ জিন্নাহ স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেক দোকানে মূল্যতালিকা টাঙানোর জন্য তিনদিন সময় বেঁধে দেওয়া হয়।

জব্দকৃত মালামাল হাটহাজারী ময়লার ডিপোতে পুড়িয়ে ফেলা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!