হল ছেড়েছেন চবি শিক্ষার্থীরা

হল ছেড়েছেন চবি শিক্ষার্থীরা 1বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সংস্কারের প্রয়োজনের তাগিদে (৮ জুন) মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামি ৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত মোট ২৫ দিন কোনো শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে না জানিয়ে গত বৃহস্পতিবার ১ জুন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এসময় তিনি আরো জানান, ‘একই সময়ে বিশ্ববিদ্যালয় রুটে কোনো শাটল ও ডেমু ট্েরন চলাচল করবে না।’

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার ৮ জুন বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগ করে ব্যাগ হাতে বেরিয়ে যেতে দেখা যায়। তারপরও কোন শিক্ষার্থী হলে থেকে গেছে কিনা তা নিশ্চিত করতে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের নয়টি আবাসিক হল পরিদর্শন করেন চবি প্রশাসন।

পরিদর্শন শেষে কোন শিক্ষার্থীকে হলে দেখা যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন চবির সহকারী প্রক্টর হেলাল উদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!