হতাহতদের সাহায্যে কাজ করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের সাহায্যে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৪ মে) রাত থেকে তাদের এ কাজ করতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, তাদের কেউ আহতদের ওয়ার্ডে পৌঁছে দিচ্ছে। কেউ রক্ত ম্যানেজ করার কাজে ব্যস্ত। কেউ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এনে দিচ্ছে রোগীদের কিংবা ডিউটিরত ডাক্তারদের হাতে।

এছাড়া হতাহতদের সহযোগিতা করা এবং রোগীর স্বজনদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে তারা স্থাপন করছে হেল্পডেস্ক।

এ ব্যাপারে চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. আল-আমিন ইসলাম শিমুল বলেন, ‘আমরা হেল্পডেস্কে সকলের অভাবনীয় সাড়া পেয়েছি। নগদ অর্থ দিতে আমরা সবাইকে নিরুৎসাহিত করছি। হেল্পডেস্ক থেকে ড্রাগ লিষ্ট সংগ্রহ করে আপনারা ওষুধ কিনে দিন। আমাদের স্বেচ্ছাসেবকরা রোগীদের কাছে দিবেন। আমরা ইতোমধ্যে লক্ষাধিক টাকার ওষুধ পত্র আহতদের জন্য বিভিন্ন ওয়ার্ডে দিতে পেরেছি।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!