হঠাৎ ভোটের মাঠে মেয়র প্রার্থী রেজাউল

দীর্ঘদিন পর নির্বাচনী প্রচারণায় ফের মাঠে নেমেছেন স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কেন্দ্র কমিটির কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এখন থেকে ধারাবাহিকভাবে সব ওয়ার্ডেই কেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় করবেন বলে চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন রেজাউল করিম চৌধুরী।

নির্বাচনী প্রচারণায় হঠাৎ করে মাঠে নামা প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘চসিক নির্বাচনটা বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে স্থগিত হয়েছে। কিন্তু এটাতো সত্যি- নির্বাচনের প্রচার-প্রচারণার কাজ পুরোদমে চলছে। দীর্ঘদিন করোনাকালে আমাদের এই বিষয়ে ভাবার সময় ছিল না। এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেহেতু মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করছি।’

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যেহেতু সামনে নির্বাচন রয়েছে সেহেতু নির্বাচনকে ঘিরে কর্মতৎপরতা থাকবে। তার অংশ হিসেবে আমরা এই মতবিনিময় করছি। আমরা কেন্দ্র কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে তাদের কেন্দ্রভিত্তিক অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছি। এটা পর্যায়ক্রমে সকল ওয়ার্ডেই করা হবে।’

নগর আওয়ামী লীগের সিদ্ধান্তেই এটি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নগর আওয়ামী লীগের সর্বশেষ বৈঠকে মাঠ পর্যায়ে সংগঠনকে চাঙ্গা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তার আলোকেই এই মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।’

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!