হজ বন্ধ রাখার ইঙ্গিত সৌদি সরকারের, চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

এবার আর হজে যাবে না চার দেশ

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে এ বছর বন্ধ রাখা হতে পারে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন হজ পালন। ইতিমধ্যে এমন ইঙ্গিত দিয়েছে সৌদি আরব সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ আশঙ্কার কথা জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী এক সপ্তাহের মধ্যে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হজ পালন বা বাতিল বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে সার্বিক দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে সৌদি সরকার এবং আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হজ আয়োজনের একটি প্রস্তাবও বিবেচনায় নেওয়া হচ্ছে। এর আগে বলা হয়েছিল, এ বছর সীমিত পরিসরে স্বাভাবিক সময়ের তুলনায় ২০ শতাংশ মানুষকে হজ পালনের অনুমতি দেওয়া হতে পারে।

তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার হজে অংশ নিচ্ছে না চার দেশ— ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই।

করোনার সংক্রমণের আশঙ্কায় মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে।

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এর ফলে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো একই রকম সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর। ব্রুনেই জানিয়েছে, সৌদি সরকার কোনও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় ব্রুনাই হজযাত্রীদের আগে নিবন্ধিত হওয়া সত্ত্বেও আসন্ন হজের প্রস্তুতি বাতিল করেছে। আগামী কয়েক দিনের মধ্যে সৌদি সরকার হজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশ এ ব্যাপারে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

তবে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ বলেছেন, ‘হজযাত্রী পাঠানোর ব্যাপারে আমরা পুরোপুরি প্রস্তুত।’ পবিত্র হজ পালনে সৌদি আরব যেতে বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ জন মুসল্লি নিবন্ধন শেষ করে অপেক্ষায় রয়েছেন।

এদিকে সৌদি আরবে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ শুক্রবার মধ্যরাত পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯০০ জন। এর মধ্যে মারা গেছেন ৮৯৩ জন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!