হজ্ব সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা হাবের

হজ্ব সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা হাবের 1হাব গণতান্ত্রিক ফোরাম নেতৃবৃন্দ বলেছেন,-২০১৭ ইং সালে বাংলাদেশ থেকে ১লাখ ২৭ হাজার হজ্বযাত্রীর হজ¦ব্রত পালনের সুযোগ থাকলেও অসংখ্য হজ্বযাত্রীর হজ্বে গমন অনিশ্চিত হয়ে পড়েছে। অপ্রিয় হলেও সত্য যে, বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদের এদেশ। ফলে এদেশের মানুষ অধিকতর ধর্মানুরাগী। সুতরাং পবিত্র হজ্বব্রত পালনের ক্ষেত্রে ১লাখ ২৭ হাজার কোটা নিতান্ত অপ্রতূল। ফলে হজ্ব গমনে এসব হজ্বযাত্রীগনের বিভিন্ন কাফেলায় ছুটোছুটি করতে গিয়ে নানাবিধ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এরই সুবাদে লাইসেন্সবিহীন কিছু অসাধু কাফেলা কর্তৃক এদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের মত ন্যাক্যারজনক ঘটনারও অবতারনা হয়ে থাকে। যা সম্মানিত হজ্বযাত্রীদের ধর্মীয় অনুভুতিতে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে স্বাভাবিকভাবে। অতএব,হজ্বে গমনের ক্ষেত্রে সৌদি সরকারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি অতিরিক্ত ৫০ হাজার হজ্বযাত্রীর কোটা বরাদ্দ নেয়া যায়, তবেই হজ্ব সংক্রান্ত সর্বপ্রকার জটিলতা নিরসন সম্ভব বলে মন্তব্য করে এ ব্যাপারে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। হাব গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে অদ্য-০৫ এপ্রিল ১৭ইং বুধবার, বিকেল-৫টায় নগরীর অভিজাত রেষ্টুরেন্ট লালখান বাজারস্থ পিটষ্টপ মিলনায়তনে অনুষ্টিত এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মত ব্যক্ত করেন। হাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আলহাজ্ব আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,- আটাবের সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যন ও চট্টগ্রাম অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এম.এস.আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাব চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক ও গণতান্ত্রিক ফোরাম চট্টগ্রাম জোনের প্যানেল প্রধান আলহাজ্ব মুহাম্মদ আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন,- মো:নজরুল ইসলাম,এনামুল হক, নুরুল আমিন,আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান,মো:আব্দুল খালেক,আবু তাহের,মো:মুরশেদুল আলম,মো:আব্দুল মালেক। জনাব এটি এম রশিদ উদ্দিন শাহীনের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মো:ফরিদ উদ্দিন,এ.এম.মঈন উদ্দিন চৌধুরী হালিম,মো:আবদুল মন্নান চৌধুরী,আবদুর রহিম আরসেনী,মো:বেলাল উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন,-আলহাজ্ব মাওলানা আব্দুন্নবী আলকাদেরী। মোনাজাত পরিচালনা করেন,-আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইদ্রিস। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!