স্লোগানে উস্কানি/ চট্টগ্রামে নেতাদের সংবর্ধনায় ছাত্রলীগের দুই গ্রুপে তুমুল মারামারি

কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দিতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে তিন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (২ জুন) ইফতারের আগে চট্টগ্রামের জিইসি মোড়ের মিষ্টিমেলার সামনে এই ঘটনা ঘটে।

নগর ছাত্রলীগ নেতা পাভেল, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা রুবেলসহ অপর একজন আহত কর্মীকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে।

ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপপরিদর্শক মো. ইলিয়াছ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘ইফতারের আগে রাস্তায় নগর ছাত্রলীগের একটি মিটিং হয়। মিটিং শেষে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশের উপস্থিতি দেখে ওরা সরে যায়।’

উপস্থিত ছাত্রলীগের এক নেতা জানান, চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া নেতাকে নগর ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিকেল থেকে নগর ছাত্রলীগের নেতাকর্মীরা জিইসি মোড়ের জনতা ব্যাংকের সামনে অবস্থান নেয়। অনুষ্ঠান শুরু হলে এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারীরা দুই নেতার পক্ষে স্লোগান দেওয়া শুরু করেন। প্রথমে জিএস বাচ্চুর পক্ষের স্লোগান দিলে ভিপি ওয়াসিমের কর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। জ্যেষ্ঠ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে। আহতদের ক্লিনিকে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়।’

এ ব্যাপারে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, নগর ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম থেকে নবগঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দকে তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা চলাকালে কোন ঝামেলা হয়নি। তবে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ফলে মানুষ ছুটোছুটি করেছে।’

দস্তগীর আরও জানান, সংবর্ধনায় নবগঠিত কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপ-প্রচার সম্পাদক এম এ আহাদ চৌধুরী, উপ-আইন সম্পাদক মুরাদ, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক শাহ নেওয়াজ তানিম ও ফৌজিয়া তামান্নাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সহসভাপতি ইয়াসিন আরাফাত কচিসহ নগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!