স্যালাইনের ব্যাগে ৫০০ লিটার চোলাই মদ, আটক দুই

চট্টগ্রামের রাউজানে ৫০০ লিটার (১১ বস্তা) চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কর্ণফুলির দৌলতপুর গ্রামের মীরপাড়া এলাকার মোজাম্মেল ডাক্তারের বাড়ির মৃত জালাল আহমেদের ছেলে মো. এরশাদ (৩৫) ও আনোয়ারার আলী চান মিস্ত্রির বাড়ির মৃত আহম্মদ ছাফার ছেলে আব্দুল মালেক ওরফে মানিক (৩২)।

শনিবার (২৭ জুলাই) রাত ১০ টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শেখ কামাল কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে মদ নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে একটি মিনিবাসে (কক্সবাজার-জ-১১০০৩২) তল্লাশি চালিয়ে স্যালাইনের প্যাকেট ভর্তি ৫০০ লিটার (১১ বস্তা) চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুছা নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!