স্যানিটাইজার বানালো চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা ব্যবহার করে চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার। পরীক্ষামূলকভাবে এই স্যানিটাইজার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রসায়ন বিভাগের শিক্ষকরা।

রসায়ন বিভাগের শিক্ষক ড.আজাদ হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা নিজেদের টাকা খরচ করে শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষামূলকভাবে ১৮০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। পরবর্তীতে কলেজ প্রশাসন যদি টাকা দিয়ে সহযোগিতা করে তাহলে স্যানিটাইজার তৈরি করে গরিব মানুষ ও হাসপাতালে ফ্রিতে দেওয়ার চিন্তাভাবনা আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রথম যে ১৮০ বোতল তৈরি করেছি সেগুলা শিক্ষার্থী ও কলেজে ব্যবহার হবে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!