স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা গুনল দুই রেস্টুরেন্ট

চট্টগ্রামের খাবারের দোকানগুলোর বেশিরভাগেই কোন স্বাস্থ্য সচেতনতা ছাড়াই চলছে খাবার বিক্রি ও পরিবেশন। দোকানের ম্যানেজার থেকে ক্যাশিয়ার কিংবা কমর্চারী কেউই মাস্ক ব্যবহার না করে দিব্যি চালিয়ে যাচ্ছে রেস্টুরেন্টের কাজ। এতে নিজেরা যেমন করোনা ঝুঁকিতে থাকছেন তেমনি ঝুঁকি বাড়ছে গ্রাহকদেরও।

মাস্ক ব্যবহার ছাড়াই রেস্টুরেন্টে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে সোমবার (১৬ নভেম্বর) নগরীর চাক্তাই এলাকার দুটো খাবারের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা দেয়ার দণ্ড পাওয়া রেস্টুরেন্টে দুটি হলো ক্যাফে ফয়েজ হোটেল এন্ড রেস্তোরাঁ ও হোটেল পিউর এন্ড ফ্রেশ বিরানী হাউস।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রতিষ্ঠান দুইটিতেই ব্যবস্থাপক, কাশিয়ার ও অন্যান্য কর্মচারীদের মাস্ক ছাড়া কাজ করতে দেখলাম। এসব অভিযোগে ক্যাফে ফয়েজকে ১৫ হাজার ও হোটেল পিউর এন্ড ফ্রেশ বিরানী হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷’

এ সময় ঐ এলাকার অন্যান্য সকল আউটলেট বা স্টোরে মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসময় জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!