স্বামী-স্ত্রী সেজে ইয়াবা পাচার করছে রোহিঙ্গা যুগল, ধরা পড়লো র‍্যাবের হাতে

চট্টগ্রামের আনোয়ারা থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এহসান উল্লাহ (২১) ও হালিমা বেগম (১৯)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, কক্সবাজারের মহেশখালী থেকে মাদকের বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে কিছু লোক আসার তথ্য ছিল র‍্যাবের কাছে। ওই তথ্যের ভিত্তিতে র‍্যার আনোয়ারা এলাকায় একটি চেক পোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় একটি বাস থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই জনকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

র‍্যাব আরও জানায়, তারা পালংখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করতেন। স্বামী-স্ত্রী সেজে আটককৃতরা চট্টগ্রাম, ঢাকাসহ সারাদেশে মাদক সরবরাহ করে আসছিল।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!