স্বাধীনতার ৫০ বছরেও পুলিশ প্রশাসনের উল্লেখযোগ্য সংস্কার কেন হয়নি, গবেষণার দাবি

স্বাধীনতার ৫০ বছরেও পুলিশ প্রশাসনের উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। উন্নত দেশগুলোর মতো কেন আমাদের এ সেক্টরে পরিবর্তন হচ্ছে না? এগুলো নিয়ে গবেষণা করা দরকার বলে অভিমত দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

সোমবার (১৩ জুন) দুপুরে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ আয়োজিত ‘অপরাধবিজ্ঞান ও অপরাধ বিচার ব্যবস্থাপনা গবেষণা পদ্ধতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত দেন।

অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ নিয়োগ পেলে আমরা সবাই তাকে সম্মান করছি, সংবর্ধনা দিচ্ছি। অথচ এর পেছনেও রয়েছে আমাদের অসৎ উদ্দেশ্য। আমরা কোনো সুযোগ-সুবিধা নেওয়ার জন্য এ কাজগুলো করছি। কথিত এ সম্মানও এক ধরনের অপরাধ। যদিও এটাকে সরাসরি আমরা অপরাধ বলতে পারি না।’

তিনি আরও বলেন, ‘ক্রিমিনোলজি সমাজবিজ্ঞান অনুষদের একটি বিভাগ হওয়ার কারণ হলো- যারা অপরাধ নিয়ে কাজ করবে, তাদেরকে সমাজের মানুষের গতিবিধি বুঝতে হবে। মানুষের পরিবর্তনের পেছনের কারণগুলো খুঁজতে হবে আমাদের। কেউ চুরি করলেই সেটাকে সরাসরি অপরাধ বলছি আমরা, অথচ এর পেছনে অন্যকিছু আছে কিনা সেটা নিয়ে আমরা ভাবছি না। এটা নিয়ে আমাদের ভাবা উচিত।’

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মেধাবী ও মনোযোগী, আমাদের মূল কাজ হচ্ছে তাদের অনুসন্ধিৎসু মনকে জাগ্রত করে গবেষণামুখি করে তোলা। এজন্য এ ধরনের ব্যতিক্রম আয়োজনের গুরুত্ব অপরিসীম।’

তিনি আরও বলেন, ‘বিভাগের শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকাণ্ডকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলনামূলক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে জাতীয় সেমিনার আয়োজনের পরিকল্পনাও বিভাগের রয়েছে।’

সেমিনারে রিসোর্সপার্সন ও প্রধান বক্তা ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুর রহমান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক  মো. মাজহারুল ইসলাম। এছাড়া সেমিনারে ক্রিমিনোলজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমআইটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!