স্বল্প আয়ের ফুটবল কোচ ও খেলোয়াড়দের পাশে তরফদার রুহুল আমিন

করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। করোনার ভয়াল থাবা কেবল প্রাণহানীই ঘটাচ্ছে না, দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে। মানুষকে বাধ্য করেছে ঘরে বসে থাকতে। ব্যবসা-বাণিজ্য এখন স্থবির। অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনেও এর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে ফুটবলে। কোচ-খেলোয়াড়দের আয়ের পথ বন্ধ হয়ে গেছে মাঠে খেলা না থাকায়। একদিন আগে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সে সব স্বল্প আয়ের কোচ এবং খেলোয়াড়দের সহযোগিতার আহ্বান জানান কামাল বাবু। অনেকে তৃণমূল ফুটবল নিয়ে কাজ করেন কিংবা স্বল্প বেতনে দেশের বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন। স্বল্প আয়ের কোচ ছাড়াও পেটে-ভাতে বিভিন্ন ক্লাবে খেলেন এমন ফুটবলাররাও সংকটময় সময় পার করছেন।

দেশের অভিজ্ঞ ফুটবল কোচ কামাল বাবুর ‘স্বল্প আয়ের কোচ ও খেলোয়াড়দের পাশে দাঁড়ান’- এই আহবানের পরপরই গিয়ে এলেন আলোচিত ফুটবল সংগঠক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন। তিনি স্বল্প আয়ের ও অস্বচ্ছল কোচদের সহায়তা করার কথা ঘোষণা দিয়েছেন। স্বল্প আয়ের কোচদের এমন দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের এই কর্ণধার। বিডিডিএফএ এবং বিএফসিএ ইতোমধ্যে স্বল্পআয়ের কোচদের তালিকা তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। দুই সংগঠনের পক্ষ থেকে শিগগিরই দেশের স্বল্প আয়ের দুস্থ কোচদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন তরফদার মো. রুহুল আমিন।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনার জেলার যে সমস্ত দুঃস্থ, অভাবগ্রস্ত কোচ আছেন; যারা সব সময় আপনাদের পাশে থেকে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনার কাজ করেন, ফুটবলের উন্নয়নে কাজ করেন তাদের একটা তালিকা তৈরি করে অতি দ্রুত আমাদের কাছে পাঠাতে ডিএফএ’র সভাপতিদের অনুরোধ করেছি। একই সঙ্গে ক্লাবগুলোর কাছে অনুরোধ করেছি যে প্রতিটি ক্লাবের আওয়াত যে সমস্ত বয়োজ্যেষ্ঠ কোচ আছেন; দীর্ঘদিন ফুটবলার তৈরি কাজে নিয়োজিত আছেন, তাদের একটা তালিকা আমরা চেয়েছি।’

পাশাপাশি কোচসহ দুঃস্থ ফুটবলারদের সহায়তা করা হবে বলেও জানান তরফদার রুহুল আমিন। তিনি জানান, ‘দুঃস্থ এবং অভাবগ্রস্ত যে সমস্ত ফুটবলার আছে তৃণমূলে আমরা সহায়তা করব।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!