স্বতন্ত্র ও বিদ্রোহীরা কক্সবাজারে ভোটের হিসাব পাল্টে দিতে পারে

২১ ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে কক্সবাজার জেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এদিন সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত একটা ভোটগ্রহণ চলবে সদর, রামু ও উখিয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ হয়ে গেছে নির্বাচনে প্রার্থীদের সকল ধরনের প্রচার-প্রচারণা।

এবারের ইউপি নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশগ্রহণ করছে না। তবে বিএনপির সমর্থন নিয়ে প্রায় সব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ দলীয়ভাবে সব ইউনিয়নে প্রার্থী দিলেও বেশ কিছু ইউনিয়নে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অনেক বিদ্রোহী প্রার্থীরা। ফলে নৌকার বিজয়ের পথে কাঁটা হতে পারেন বিদ্রোহী প্রার্থীরা। সব মিলিয়ে জেলার ২১ ইউনিয়নে ভোটের হিসেব পাল্টে দিতে পারেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা।

কক্সবাজার সদর উপজেলা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টিপু সুলতান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এম. রাশেদুল করিম (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন পাটোয়ারী (হাতপাখা), স্বতন্ত্র মোহাম্মদ আবুল কাসেম (মোটর সাইকেল), মোহাম্মদ রায়হান (আনারস), শফিকুল ইসলাম (চশমা)।

খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান ছিদ্দিকী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুর রহিম (আনারস), মোঃ নুরুল আমিন (মোটর সাইকেল)।

পিএমখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল মোস্তফা (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুর রহিম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ (মোটর সাইকেল), মোহাম্মদ আব্দুল্লাহ (আনারস), মোঃ শহিদুল্লাহ (ঘোড়া), মোঃ সৈয়দ নুর (রজনীগন্ধা)।

ভারুয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (মোটর সাইকেল), মস্উদ ইকবাল (আনারস), মোস্তাফিজুর রহমান (চশমা), রবিউল হাসান (টেবিল ফ্যান), শফিকুর রহমান সিকদার (ঘোড়া)

চৌফলদন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক (আনারস), মোহাম্মদ নুরুচ্ছবিহ (ঘোড়া), মোহাম্মদ শাহজাহান (মোটর সাইকেল) ও হাসান মুরাদ আনাচ চশমা প্রতীক নিয়ে।

উখিয়া উপজেলা

উখিয়ায় নির্বাচনের প্রচারণা শেষ। রাত পোহালেই ভোট উৎসব। গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকেই বিরতিহীন মাইকিং, প্রচার-প্রচারণা, পথমিছিল, পথসভা, ঘরোয়া ও উঠান বৈঠকের পরিসমাপ্তি ঘটল ৯ নভেম্বর রাতেই। উখিয়ার ৫ ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

উপজেলার ৫ ইউনিয়নের ১ লাখ ৩০ হাজার ৬১৩ জন (নারী-পুরুষ) ভোটার থেকে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। উপজেলার ৫ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে কোন কোন ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থীর সাথে আবার কোন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সাথে প্রতিদন্দ্বিতা হবে। কোন ইউনিয়নে পিছিয়ে পড়েছে নৌকা। মাঠ ঘুরে এমন তথ্য মিলেছে।

হলদিয়ায় পালং ইউনিয়নে নৌকা প্রতীকের অধ্যক্ষ শাহ আলমের সাথে যুবলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরীর ঘোড়া প্রতীকের তীব্র প্রতিদন্দ্বিতা হবে। কাকতালীয় ভাবে আমিনুল হক আমিন কিংবা গিয়াস উদ্দিন চৌধুরীও মূল লড়াইয়ে চলে আসতে পারেন। জালিয়াপালং ইউনিয়নে নৌকা প্রতীকের এসএম ছৈয়দ আলমের (সাবেক চেয়ারম্যান) সাথে বর্তমান চেয়ারম্যান চশমা প্রতীকের নুরুল আমিন চৌধুরীর তুমুল লড়াইয়ের আভাস। তবে কাকতালীয়ভাবে আরেক সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরীও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় চলে আসতে পারেন।

রত্নাপালং ইউনিয়নে নৌকা প্রতীকের নুরুল হদার সাথে সাবেক চেয়ারম্যান ঘোড়া প্রতীকের নুরুল কবির চৌধুরীর হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজাপালং ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাতিজা ঘোড়া প্রতীকের সাদমান জামী চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা হবে। পালংখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী টানা দুইবারের বর্তমান চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর ঘোড়া প্রতীকের সাথে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এমএ মালেকের চশমা প্রতীকের প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নৌকা প্রতীকের এমএ মনজুরও থাকবেন প্রতিদ্বন্দ্বিতায়। তবে কাকতালীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল (আনারস) কিংবা সাবেক ছাত্রলীগ নেতা আলী আহমদও মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উখিয়ার নির্বাচনের মাঠে ১৫ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবিসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

রামু উপজেলা

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগ মনোনীত নুরুল হক চৌধুরী নৌকা, স্বতন্ত্র প্রার্থী ফরিদুল ইসলাম মোটর সাইকেল, সিরাজুল ইসলাম ভূট্টো আনারস।
চাকমারকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম সিকদার নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাক মটর সাইকেল, আবদুর রহিম রজনীগন্ধা, নুরুল আলম আনারস, ফজলুল ইসলাম টেবিল ফ্যান, মো. আলমগীর টেলিফোন, মো. আবদুল মজিদ ঘোড়া, সাইফুল ইসলাম চশমা।

জোয়ারিয়ানালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কামাল শামসুদ্দীন প্রিন্স, স্বতন্ত্র প্রার্থী আনছারুল আলম চশমা, আবছার কামাল সিকদার মটর সাইকেল, এমএম নুরুচ্ছফা ঘোড়া, গোলাম কবির অটোরিক্সা, রাশেদুল ইসলাম আনারস।

খুনিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের প্রার্থী আবদুল মাবুদ নৌকা, ইসলামিক আন্দোলনের প্রার্থী কবির আহমদ হাতপাখা, স্বতন্ত্র আবদুল হক চশমা, কামাল উদ্দিন টেলিফোন, দেলোয়ার হোসেন অটোরিক্সা, মো. হাবিবুর রহমান আনারস, রহিম উল্লাহ মটর সাইকেল, হোসাইন আহমেদ ঘোড়া।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের প্রার্থী খোদেশতা বেগম রীনা নৌকা, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শফীউল্লাহ হাতপাখা, স্বতন্ত্র ইয়াসিন মনির সোহাগ আনারস, ইয়াকুব চশমা, মো. ওমর ফারুক মটর সাইকেল, মো. সাইফুল আলম ঘোড়া, মো. ইউনুস ভূট্টো টেবিল ফ্যান, মো. সাইফুল ইসলাম টেলিফোন, সাদ আল আলম চৌধুরী অটোরিক্সা।

রশিদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের মোয়াজ্জম মোরশেদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো. হান্নান চৌধুরী মটর সাইকেল, এমডি শাহ আলম আনারস।

কাউয়ারখোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের প্রার্থী ওসমান সরওয়ার মামুন নৌকা, স্বতন্ত্র প্রার্থী জহির উদ্দিন আনারস, নুরুল হক টেবিল ফ্যান, মোজাফফর আহমদ অটোরিক্সা, মোস্তাক আহমদ ঘোড়া, শামসুল আলম মটর সাইকেল, সাইমুন ইসলাম চশমা।

রাজারকুল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের প্রার্থী সরওয়ার কামাল নৌকা, ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মুফিজুর রহমান ঘোড়া, সাহেদুল্লাহ আনসারি আনারস।

ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের প্রার্থী নুরুল আলম নৌকা, ইসলামী আন্দোলনের প্রার্থী ওসমান সরওয়ার হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী নুরুল আজিম মোটর সাইকেল, ফিরোজ আহমদ ভূট্টো আনারস।

গর্জনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম টেবিল ফ্যান, আজিজ মওলা আনারস, গোলাম মওলা চশমা, গোলাম মৌলা চৌধুরী মটর সাইকেল, মো. মুহিবুল্লাহ রজনীগন্ধা, মো. শফীউল আলম ঘোড়া।

কচ্ছপিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবু ইসমাইল মো. নোমান আনরস, মো. শফীউল আকবর ঘোড়া, মো. আবু তালেব রজনীগন্ধা, মো. তৈয়ব উল্লাহ চশমা, জয়নাল আবেদিন মটর সাইকেল, টেবিল ফ্যান প্রতীক নিয়ে শাহেনা আক্তার।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!