স্থগিত হল চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রসংসদের এডহক কমিটি

উচ্চ আদালতের নির্দেশনার পর এবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রসংসদের এডহক কমিটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রসংসদের দিবা ও বৈকালিক শাখার এডহক কমিটি স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাইকোর্ট ডিভিশনের আদেশের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দিবা ও বৈকালিক শাখার ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত এডহক কমিটির যাবতীয় কার্যক্রম স্থগিত করা হল।’

এর আগে সোমবার (১ আগস্ট) ছাত্রসংসদের এডহক কমিটি তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একইসঙ্গে আদালত চার সপ্তাহের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেনের করা রিটে উচ্চ আদালতের বিচারক মো. কেএম কামরুল কাদের ও মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

এর আগে গত ২১ জুন দীর্ঘ ১৭ বছর পর সরকারি সিটি কলেজের নতুন কমিটি গঠনের পাশাপাশি আগের কমিটি বিলুপ্ত করেন অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। নতুন কমিটিতে দিবা শাখায় বিভিন্ন বিভাগের মোট ১৮ জন ও বৈকালিক শাখায় ১১ জনকে ১১ জনকে রাখা হয়।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!