স্কুলে যাওয়া হলনা সাইফুলের

স্কুলে যাওয়া হলনা সাইফুলের 1পেকুয়া প্রতিনিধি : স্কুলে যাওয়া হলো না কক্সবাজারের পেকুয়ার মেধাবী ছাত্র সাইফুল ইসলামের। প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে দ্রুত গতির ঘাতক ট্রাক চাপা দিলে সাইফুল ইসলাম (১৩) নিহত হয়। এঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি পুড়িয়ে দেয়। এসময় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা তাদের ধাওয়া করে। পরে এলাকাবাসিকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহত স্কুলছাত্র সাইফুল ইসলাম একই ইউনিয়নের মটকাভাংগা এলাকার শফিউল আলমের ছেলে ও মগনামা জাগরণ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। আটক ট্রাক চালক নাসির উদ্দিন চকরিয়ার হারবাং এলাকার বাসিন্দা। দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের চাচা নেসার আহমদ বাদি হয়ে থানায় মামলা করেছে বলে ওসি মোস্তাফিজ ভুইয়া নিশ্চিত করেছেন।
স্কুলে যাওয়া হলনা সাইফুলের 2প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল সাইফুল। এসময় দ্রুত গতির ট্রাক (মুন্সিগঞ্জ ট ১১-০০০১) সাইফুলকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে গাড়িটি আটকিয়ে আগুন ধরিয়ে দিলে ট্রাকটি পুড়ে যায়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা প্রথমে তাদের ধাওয়া করলেও আধাঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে, ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভানোর আগেই গাড়ীটি পুড়ে যায়। দরিদ্র পরিবারকে পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা করলে নিহত স্কুল ছাত্রকে বিকালে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো.মোস্তাফিজ ভূঁইয়া বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। অনাকাংখিত ঘটনা এড়াতে মগনামায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!